শেষ ঠিকানা । এমএমআর

 শেষ ঠিকানা
-এমএমআর

সারাদিনের ক্লান্তি শেষে
নিদ্রা নামক অচীন দেশে।
জীবন তরী যায় যে ভেসে
অকূল কোন নিরুদ্দেশে।

অবুঝ মানুষ প্রশান্তি খুঁজে
যমের কোলে মাথা রেখে।

মৃত্যু থেকে বেঁচে মানুষ
দিব্যি সবই যাচ্ছে ভুলে!
মানুষ বধ করছে মানুষ
মিথ্যে মায়ার ধোকায় পড়ে।

কোন নিদ্রা চিরনিদ্রা
কেবা তা জানতে পারে!
মহাকালের যাত্রা বলো
কে রুখেছে কোন কালে?

রাত পেরুতেই ভোর হয় যে
দিন পেরুতেই রাত
এমন নিশি আসবে যবে
থাকবে না প্রভাত!

কিসের এতো বাহাদুরি
কিসের অহংকার
কবর সবার শেষ ঠিকানা
গহীন অন্ধকার।

১৯-০৮-২০২১

এমএমআরশেষ ঠিকানাসারাদিনের ক্লান্তি শেষে নিদ্রা নামক অচীন দেশে
Comments (0)
Add Comment