ভিন্ন অনুরণন/ কাজী আতীক । নিউ ইয়র্ক

ভিন্ন অনুরণন/
কাজী আতীক।

হারিয়ে গেছে সব- নিভৃতি, কোলাহল। বিষণ্ণ সময়।
ছেয়ে আছে অন্ধকার এক বিভ্রম ছায়ার মোড়কে
বাড়ছে অস্তিত্ব সংকট বহতা সময়ের সাথে,
যেমন প্রকৃতি মুখোমুখি অগণন বিরূপ বিপর্যয়ের
কিছু মানুষ লঙ্ঘন করেছে সীমা শোভন সম্ভ্রমের।

হয়তো সময় অনুভবহীন, কোনো আবেগ নেই যার,
কেউ যদি পঙ্কিল বাসনার, কারো হাত প্রার্থনার
সময় ধারণ করে সব, যদিও থাকে নির্বিকার,

তবু অন্তরে ভিন্ন এক অনুরণন অবাক বিস্ময়
যেমন সুকান্তের দুর্মর ‘হিমালয় থেকে সুন্দরবন’
অনন্য ভালোবাসার এক অপূর্ব রূপক বিনির্মাণ
যেনো প্রিয়ার অধরে মুগ্ধ সৌন্দর্য তিলক, শোভন অহংকার।

(নিউ ইয়র্ক, ৮ ডিসেম্বর ‘২০২১)

কাজী আতীকভিন্ন অনুরণন
Comments (0)
Add Comment