মানুষ খুঁজি- হৃদ রবী

এথায় খুঁজি সেথায় খুঁজি পাইনা খুঁজে আমজনতা, কামার কুমার কৃষক জেলে পদ পদবীই সবাই নেতা।
বাঁশের বাঁশিই ঘুন ধরেছে কৃষ্ণ তলায় শ্মশান ঘাট, মাতাল শরীর গন্ধ ঢেকে কে লাগালো নেতার মলাট?
কে ভাঙিলো সাধের বীণা কই হারালো প্রাণের সুর, রক্তে মাংসের শরীর শুধুই মানুষ গুলো অচিনপুর।
মানুষ খুঁজি- হৃদ রবী

 

সেরা কবিতাহৃদ রবীহৃদ রবী কবিতাহৃদ রবী নতুন কবিতা
Comments (0)
Add Comment