মৃত্যুর জানালা – সা লে হ আ হ ম দ

মৃত্যুর জানালা
সা লে হ আ হ ম দ

ঘরই আমার ঠিক হলোনা,
কোথায় কতদিন থাকলে,
তাকে স্হায়ী আবাস বলে-
এখনো জানা হলো না আমার।

আবিদ বলেছিলো,মৃত্যুর জানালা অনেক প্রশস্ত-
খোলা হাওয়ায় চলে যায় চীনা,হাসিম,কমল রড্রিক্স
কতদিন এক নাগাড়ে থাকলে ঘর হয়?
সংসারের খরচ,আনাজপাতি,ঘরের কিস্তির টাকা

দুএকবার এদিক ওদিক হলে শাসায় তস্কর
তাদের চাই শুধুই সুদের টাকা,
হায়েনারা বাড়ি আসে, ঘর ভাঙ্গে,নদী সিকস্তি ঘর
কতদিন একনাগাড়ে থাকলে তাকে ঘর বলে?

তিরিশ থেকে পঞ্চাশে ঘর বদল হয় জানি,
আমার বদলির সময় কি সমাগত?
ঘরের মূল দরোজা কেন যে সরু বানায় মিস্ত্রি,
দুটো পয়সা বাঁচানোর কি এমন দায়?

প্রতিদিন ঘরে ফেরে মানুষ ও বন্ধু
প্রতিদিন, হাওয়ায় হাওয়ায়।

মৃত্যুর জানালাসালেহ আহমদ
Comments (0)
Add Comment