মূল্যমান অবনমন । কাজী আতীক । নিউ ইয়র্ক

মূল্যমান অবনমন/
কাজী আতীক।

অনায়াসসাধ্য, সহজবোধ্য, সহজপ্রাপ্য ইত্যাদি কখনো
কিছুর গুণগত মান নির্দেশক নয়, তবে আকর্ষণ নিরোধক
অবশ্যই, মানুষের বেলায়ও অনুরূপ হয়তো।

অবশ্য দায়টা আমারই কেনোনা আমিই হয়তো কখনো
নিজের অজানতেই নিজেকে উপস্থাপিত করেছি ওভাবেই।

যেমন সূর্যটা মেঘের আড়ালে যতোক্ষন- উন্মুখ সবাই
আবার মেঘ সরে গেলেই উত়্সাহে ভাটা পড়ে সবার।
হয়তো অনুরূপ আমিও- নিতান্ত আটপৌরে আজকাল।

(নিউ ইয়র্ক, ৩ নভেম্বর ,২০২০)

কবি কাজী আতীককাজী আতীককাজী আতীক নিউ ইয়র্ককাজী আতীকের কবিতামূল্যমান অবনমন
Comments (0)
Add Comment