ইবির দাপ্তরিক কর্মঘন্টা ১৫ মিনিট বাড়লো

0
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাপ্তরিক কর্মঘন্টা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা সংক্রমনের কারণে সীমিত আকারে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ। বিভিন্ন বিভাগে পরীক্ষা চলমান থাকায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ১০ টা থেকে দুপুর ২ টার পরিবর্তে ২ টা ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ জুন সীমিত আকারে অফিসসমূহ চালু করা হয়। এসময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অফিসসমূহ চালু ছিল। পরে  গত ২ নভেম্বর এক ঘন্টা দাপ্তরিক কর্মঘন্টা বৃদ্ধি করে সকাল ১০ টায় শুরু হয়।

এদিকে গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে অনলাইন পাঠদান অব্যাহত রয়েছে। এছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতোকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। উল্লেখ্য, দাপ্তরিক কর্মঘন্টা শেষে বাসসমূহ ২ টা ৩০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে নির্দিষ্ট রুটে ছেড়ে যাবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.