লজ্জাকর বাস্তব । কাজী আতীক । নিউ ইয়র্ক

0

লজ্জাকর বাস্তব/
কাজী আতীক।

আবারো অস্থিরতা দানা বাঁধছে দেশে দেশে,
যেমন উর্দ্দিপরাদের জবরদখলে মিয়ানমার আবারো,
অমানবিক রোহিঙ্গা নিধন নির্যাতনে নিলাজ সমর্থন জানিয়েও
শেষ রক্ষা পেলোনা ‘সুচি’ এবং তার অদ্ভুত সমঝোতা গনতন্ত্র।

অবশ্য এসবের শুরু এবার এখানেই, মুক্তবিশ্ব খ্যাত এই যুক্তরাষ্ট্রে
তার পরপরই আরেক মোড়ল দেশ রুশ প্রজাতন্ত্রে,
এক সময় দুনিয়াজুড়া অস্থিরতা যোগান দিতো এরাই
এখোন নিজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তাদের নাভিশ্বাস সময়,
অনেকটা মধ্যপ্রাচ্যে তাদেরই যোগান ‘আরব বসন্তে’র আদলে
রুশ মার্কিন সময় এখোন এক ভয়ংকর বিপর্যয়ের।

তবে এসবের কোনো একটিও আসলে রাজনীতি নয়-
ক্ষমতা দখলে রাখা কিংবা ক্ষমতা দখলই উদ্দেশ্য কেবল,

অতএব গনতন্ত্র, প্রজাতন্ত্র এসব শুধই ফাঁকাবুলির নামান্তর
আসলে রাজতন্ত্রই এখনো পৃথিবীতে এক লজ্জাকর বাস্তব।

(নিউ ইয়র্ক, ১ ফেব্রুয়ারি ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.