দ্বিতীয় ডোজ টিকা গ্রহিতা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে

0

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ। আর ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন নারী । আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন পুরুষ ও ৩ লাখ ৭১ হাজার ৮ জন নারী । টিকা গ্রহিতাদের মধ্যে সামান্য পাশর্প্রতিক্রিয়া দেখা গেছে ৯৬৭ জনের মধ্যে। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন।

শনিবার (১৭ এপ্রিল) সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। তার মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন পুরুষ। আর ৭৮ হাজার ৩১৩ জন নারী। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। তার মধ্যে ৭ হাজার ৬৬৬ জন পুরুষ ও ৪ হাজার ৪৯১ জন নারী। ৪ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গিয়েছে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.