দক্ষিণ সুদানে ’বাংলাদেশ’ সড়ক

0

বিডি২৪ভিউজ ডেস্ক : দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ‘বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটি নির্মাণ করা হয়েছে সে দেশের সরকার এবং বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা প্রকৌশলী কন্টিনজেন্টের সহায়তায়।

শনিবার পরররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন শুক্রবার দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চোল খন বালোকের সঙ্গে জুবায় তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি সৈন্যদের মোতায়েন ও তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দক্ষিণ সুদানের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের পাশাপাশি স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শৃংখলাবদ্ধ ও দক্ষ হওয়ার জন্য বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশংসা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.