২১ আগষ্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মোমবাতি প্রজ্জলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

নিউইয়র্ক (ইউএনএ): ২০০৪ সালের ভয়াল ও বিভীষিকাময় সেই ২১ আগষ্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহামহারী করোভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত পরিসরে বৃহস্পতিবার (২১ আগষ্টের প্রথম প্রহর) অর্থাৎ নিউইয়র্ক সময় বুধবার দিবাগত মধ্যরাত ১২টা ১ মিনিটে জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটে খাবার বাড়ীর সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং কর্মসূচী পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। খবর ইউএনএ’র।

স্মরণ সভায় ২১ আগষ্টের গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে দলীয় ব্যনার এবং ২১ আগষ্টের ছবি সম্বলিত পোষ্টার বহন এবং মোমবাতী প্রজ্জলন করা হয়। এছাড়াও ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ২১ আগষ্টের হত্যাকান্ডে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান রক্ত ঝরানো ২১ আগষ্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ আগষ্ট দিনটি আর অন্যান্য দিনের মত সাধারণ দিন নয়। এই দিনটি দেশের ইতিহাসে একটি বিভীষিকামং ও কলংকিত দিন। কেননা এই দিনেই ঘাতকেরা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগকেই নিশ্চিহ্ন-নিঃশেষ করে দিতে চেয়েছিল ভাবলে ভুল হবে। ঘাতকরা বাংলাদেশের স্বাধীনতার চেতনা তথা একটি আদর্শ, একটি চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। এর আগে ঘাতকরা ৭৫-এর ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে সেই চেষ্টাই করেছিল। তিনি বলেন, কোন দেশের কোন রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দলকে খুন করে, হত্যা করে সমূলে ধ্বংস-উৎখাত করে দিতে বার বার পরিকল্পিতভাবে হত্যাজজ্ঞ চালিয়েছে- এমন নজির পৃথিবীর ইতিহাসে আছে আমার জানার নেই।

ড. সিদ্দিক ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান সহ দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রবাসেও ষড়যন্ত্রকারীদের কর্মকান্ড লক্ষ্য করছি। তাদেরকেও মোকাবেলা করা হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যেবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে চলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রবাস থেকে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদেরকেও ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ, ও মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলেমান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য শাহানার রহমান, হোসেন রানা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজজামান সরদার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন সহ মোর্শেদা জামান, আমিন ভুইয়া বাবু, মাহফুজুর রহমান, শিবলি সাদেক, সৈয়দ কিবরিয়া, রাকিব হাসান, জাহাঙ্গীর এইচ মিয়া, আমিনুল ইসলাম ও শাখাওত হোসেন রাজিব।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.