বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ফুটবলী লীগ শুরু । যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টারের শুভ সূচনা
নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবছরও শুরু হলো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবলী লীগ-২০২০। রোববার লীগের উদ্বোধনী দিনে যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার জয়লাভ করে শুভ সূচনা করেছে। এদিন চারটি খেলা অনুষ্ঠিত হয়। দুপুরে লীগের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী। এবারের লীগে ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: যুব সংঘ (এ), যুব সংঘ (বি), ব্রঙ্কস ইউনাইটেড, বিবিএ, সোনার বাংলা এফসি, আইসাব, ব্রঙ্কস স্টার, জ্যামাইকা এফসি, বৈরাগীবাজার এফসি, বেঙ্গল ওয়ারিয়র, টুডোর এফসি এবং জলডুপ এফসি। খবর ইউএনএ’র।
দিনের প্রথম খেলায় যুব সংঘ ২-১ গোলে জ্যামাইকা এফসি-কে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার ১০ মিনিটের সময় যুব সংঘের মাহবুব প্রথম গোল করেন (১-০)। এরপর ২৭ মিনিটের সময় জ্যামাইকার আরিফ গোল করে খেলায় সমতা অঅনেন (২-২)। পরবর্তীতে খেলার দ্বিতীয় অর্ধের ৩৬ মিনিটের সময় যুব সংঘের খান তৃতীয় ও জয়সূচক গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৪-০ গোলে বেঙ্গল ওয়ারিয়র-কে পরাজিত করে সহজেই জয়লাভ করে। খেলার প্রথমার্ধের ৯ মিনিটের সময় জামি, ২৪ মিনিটের সময় ফারহান, ৩০ ামনিটের সময় জাকারিয়া এবং দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় মোহাম্মদ গোলগুলো করেন। এই খেলায় অখেলোয়ারীসূলভ আচনের জন্য বেঙ্গলের কাশেম-কে লাল কার্ড প্রদর্শণ করা হয়।
দিনের তৃতীয় খেলায় বিবিএ ও বৈরাগী বাজার এফসি অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার শুরুতেই অর্থাৎ ২ মিনিটের সময় বিবিএ’র তাসিন প্রথ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটের সময় বৈরাগীর ইফতেখার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ফলে খেলাটি ড্র হয়।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলা এফসি-কে পরাজিত করে। খেলার প্রথমার্ধ ০-০ গোলে ড্র ছিলো। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের রকি জয়সূচক গোল করেন।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবলী লীগ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা আতাউর রহমান সেলিম ও জুনেদ আহমেদ চৌধুরী, সহ সভাপতি এলিন রহমান, সাধারণ সম্পাদক রশিদ রানা সহ আব্দুল কাদির লিপু, ইয়াকুত রহমান, জহির উদ্দিন জুয়েল, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, শফিকুল আলম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একই মাঠে প্রতি সপ্তাহের রোববার লীগের চারটি করে খেলা অনুষ্ঠিত হওয়ার পর কোয়ারর্টার, সেমি ফাইনাল এবং সব শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষা করেই লীগ চলবে বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।