প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আ. লীগের ‘ওয়েল কাম সমাবেশ’

0

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ‘ওয়েল কাম সমাবেশ’ করেছে। জাতিসংঘের বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সম্মেলন চলাকালীন সময়ে মঙ্গলবার (৩০ আগষ্ট) অপরাহ্নে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেন। উল্লেখ্য, পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ দলে নেতৃত্বে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তার সাথে আইজিপি ড. বেনজীর আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৭৭তম জাতিসংঘ সাধারন অধিবেশন। অধিবেশনে হাই লেবেল অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের অধিবেশনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে সমাবেশে অংশগ্রহনকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষে বিভিন্ন শ্লোগান তুলে সমাবেশস্থল মুখরিত করে তুলেন। সমাবেশে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ সভাপতি সামসুদ্দীন আজাদ, আবুল কাশেম, লুৎফুল করীম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা তরিকুল হায়দার চৌধুরী, সেবুল মিয়া সহ মোর্শেদা জামান, সাইকুল ইসলাম, জয় চৌধুরী, আব্দুল কাদের মিয়া প্রমুখ।

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.