প্রতিসম বিভ্রম/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

প্রতিসম বিভ্রম/
কাজী আতীক

আধ খোলা চোখ- দৃষ্টি সলাজ নতমুখ,
যেমন আধ ফোটা ফুল- পাপড়ি উন্মুখ
আভাস যদি বিকশিত হওয়ার,
সমর্পণ উৎসুক যেনো সান্নিধ্য সংযোগ জানার,

পূর্বাভাস অনিবার্য নয় যদিও-
তবু জানা যায় আগাম কিছু সম্ভাবনার খোঁজ।
কিছু হয়তো হামলে পড়ে অকস্মাৎ,
কিছু আবার এক ধারাবাহিক প্রক্রিয়া-
কিছু কেবল বিনাশী স্পর্শ হয়ে সংলগ্ন হৃদয়ে,

অথচ জানে সবাই- সব মেঘে বৃষ্টি হয় না,
কেবল কিছু মেঘ বৃষ্টি হয়ে ঝরে অঝোরে,
সব স্বপ্ন উড়ান ফলপ্রসু হয়না যেমন,
তেমনি কিছু প্রেম কেবলই দহন হয়ে অনুভবে,

তারপরও আমাদের কষ্ট সুখের গল্পগুলো
সমর্পণ উৎসুক এক সান্নিধ্য সংযোগ হয়তো,

অভিকেন্দ্র অভিমুখে মলয়ার প্রশান্তি ছোয়া পেতে
সংকলিত শোভন অনুধাবন অবশেষ প্রেমে
বিরল ঘেরটুপ সাজিয়ে কেবল এক অতন্দ্র প্রতীক্ষা।

(নিউ ইয়র্ক ৬ মে ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.