ভোর । ভূঁইয়া সফিকুল ইসলাম

0

 ভোর 

– ভূঁইয়া সফিকুল ইসলাম

আজ ভোর ছিল উদ‌্যা‌নের ম‌তো।
ল‌্যাম্ব‌পো‌ষ্টে পতঙ্গ ও‌ড়ে
আশ্চর্য অদ্ভুৎ খেলা, অা‌লোর নেশায় ভূপতন,
নিরা‌লোক, অবসান,
আর যে‌তে যে‌তে এই গান:
`আলো নি‌য়ে খে‌লো হে প‌থিক
এ খেলায় আসুক মরণ`।

আকস্মাৎ শিস দেয় দো‌য়েল যুগল
বিদ‌্যু‌তের তা‌র তার অরণ্যের লতা,
এ নগর ইট, কাঠ, কে ব‌লে‌ছে ?
তা‌রে ব‌সে সে‌রে নেয় মিথু‌নের সুখ।

যবুথবু অন্ধকার ফাঁকা ফাঁকা গাছ।
ক‌রোনার মু‌খোশে মানু‌ষ, হে‌টে যায়—
এই পথ জীব‌নের পথ।

এই পথ জীব‌নের পথ।
মৃত পত‌ঙ্গের ম‌তো প‌ড়ে থাক ব‌্যর্থ দিনরাত,
কেতকীর গন্ধ অাসা জানালাটা খোলা থাক।
আলো ফোটা দি‌নের সং‌কে‌তে
ঋদ্ধ হোক মনুষ‌্য সংসার।
২৪/০৬/২০২১

লেখক : কবি ও সাবেক সচিব ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.