প্রক্ষেপণ ভঙ্গি কিংবা উৎস ভেদে/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

প্রক্ষেপণ ভঙ্গি কিংবা উৎস ভেদে/
কাজী আতীক।

প্রক্ষেপণ ভঙ্গি কিংবা উৎস ভেদে আনন্দময় শব্দরাও
কখনো উৎপাতের মনে হয়, জাগায় বিরক্তির উদ্রেক,
বস্তুত পরিমিতি অপরিমিত সময় অসময় ইত্যাদি
বিবেচনায় না নিলে হয়ে যায় অসুন্দরের পক্ষপাত
দুরভিসন্ধি যেমন, বোধ বুদ্ধির এক অসংযত প্রকাশ।

আসলে সবকিছুই নির্ধারিত, এক নিয়মের অধীন,

যেমন গ্রীষ্ম আনে খর রোদ দগ্ধ তাপ বৈশাখী ঝড়
বর্ষায় মেঘ বাদলের ঘনঘটা, বৃষ্টি অঝোর,
শরতে সাদা সাদা খণ্ড মেঘের শুভ্র আকাশ
হেমন্তে চোখ জুড়ানো দোলা সোনালী ফসলের মাঠ
শীত আনে বয়ে হিমেল বাতাস, তুষারের পতন
বসন্তে কচি পাতা সবুজের সমারোহ ফুলেল শোভন।

ভিন্ন কিছু হলে বুঝতে হবে এ নয় আমার স্বদেশ ভুবন।

(নিউ ইয়র্ক, ৩১ আগস্ট ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.