প্রতিষেধক । কাজী আতীক। নিউ ইয়র্ক

0

প্রতিষেধক/
কাজী আতীক।

একটি দুটি চেয়ার খালি পড়ে এখোন সব ঘরে প্রায়
যেমন কোনো কোনো ঘরে কেবল নামমাত্র বসত
যার তুলনা কেবল দাবানলে উজাড় হলে বনাঞ্চল
কিংবা যদি ভূমী ঝড়ে লণ্ডভণ্ড আমাজন, সুন্দরবন।

নক্ষত্রের ফুলঝুরি সাজিয়ে যিনি আকাশকে করেছেন দৃষ্টিনন্দন
আর জমিকে করেছেন উর্বর
বলেছেন- সবকিছুতেই রেখেছেন তিনি মানুষের জন্য কল্যাণ,
তবে মানুষ অকৃতজ্ঞ, অসহিষ্ণু এবং লিপ্সাপরায়ন,
প্রতিনিয়ত উলংঘন করেছে প্রকৃতির নিয়ম,
বাধাগ্রস্ত করেছে শৃঙ্খলা, ভেঙ্গেছে অঙ্গীকার
তাই যাকিছু বিপর্যয়- এসব মানুষেরই অর্জন।

তারপরও হয়তো কেউ কেউ খোঁজ পেয়ে যায় স্বস্তি সময়,
যেমন, ছিলো নিযুত অনীহা সংশয়, তবু-
ভাসানচরে রোহিঙ্গারা পেয়ে পেলো খোঁজ খানিকটা অভয়,
পৃথিবী সমাজেও হয়তো- যেমন করোনা প্রতিষেধক এখোন।

(নিউ ইয়র্ক, ২৬ জানুয়ারি ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.