সিরাজগঞ্জে ৩,৬৯,৪৫৫/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২৯ শীর্ষ জুয়ারি কে গ্রেফতার করেছে র‌্যাব

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে ৩,৬৯,৪৫৫/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২৯ শীর্ষ জুয়ারি কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী খুন, এবং অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪/০৭/২০২১ তারিখ সন্ধ্যা ৫.৩৫ ঘটিকায় র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন চৌচিরঘাট নামক স্থানে নদীতে ভাসমান কাঠের তৈরি বড় নৌকার উপর অভিযান চালিয়ে ২৯ জন শীর্ষ জুয়ারিকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট অবৈধ জুয়ার বোর্ড হইতে সর্বমোট ৩,৬৯,৪৫৫/-(তিন লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঞ্চান্ন) টাকা, ২৪ টি মোবাইল ফোন, জুয়াখেলার সরঞ্জামাদী হিসাবে ০১ বান্ডিল তাস, ০১ টি প্লাস্টিকের তৈরি বিভিন্ন প্রতীকের ছবি অঙ্কিত জুয়ার বোড, ৪৭ টি প্লাস্টিকের তৈরি গুটি এবং ০২ টি ডাব্বু জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লিয়াকত হাসান মেলি(৪৫), পিতা-মৃত নিজাম উদ্দিন আকন্দ, সাং-কাখিলামারী, ২। মোঃ আলম(৫০), পিতা-মৃত লস্কার মোল্লা, সাং-জগতলা, ৩। মোঃ রবিউল করিম(৫০), পিতা-মৃত দেলোয়ার হোসেন টগর, সাং-দরগাপাড়া, ৪। মোঃ ইউসুফ ফকির(৩৩), পিতা-মোঃ শামসুল ফকির, ৫। মোঃ খোকন ফকির(৪৮), পিত-মৃত আজিজার ফকির, ৬। মোঃ সুজল ফকির(২৮), পিতা-মৃত চাঁদ আলী ফকির, ৭। মোঃ মাহফুজুর রহমান(৩১), পিতা-মোঃ আব্দুল মতিন সরকার, ৮। মোঃ জাহাঙ্গীর সরকার(৩৮), পিতা-মৃত খলিল উদ্দীন সরকার, ৯। মোঃ আব্দুল আউয়াল(৬৫), পিতা-মোঃ মফিজ প্রামানিক, ১০। মোঃ আলতাব আলী ফকির(৪৫), পিতা-মোঃ ফয়জার ফকির, সর্ব সাং-চরাচিথুলিয়া, থানা-শাহজাদপুর, ১১। মোঃ জাকির হোসেন(৩৬), পিতা-মোঃ তোফাজ্জুল হোসেন, সাং-উত্তর বানিয়াগাতি, থানা-বেলকুচি, সর্ব জেলা-সিরাজগঞ্জ, ১২ । মোঃ মানিক মোল্লা(৩২), পিতা-মৃত হাবু মোল্লা, সাং-মাঝগ্রাম, ১৩। মোঃ আলাউদ্দীন(৪৫), পিতা-মৃত মোঃ আব্দুল জলিল, সাং-বড়াইগ্রাম, উভয় থানা-বড়াইগ্রাম, ১৪। মোঃ লুৎফর সরদার(৬০), পিতা-মৃত নওশাদ সরদার, সাং-দড়িবামনপাড়া, ১৫। মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত দবির উদ্দিন বিশ্বাস, সাং-বামুন কলা, ১৬।

মোঃ শুকচাঁদ(৪০), পিতা-মোঃ শরিফ উদ্দিন প্রমানিক(৪০), সাং-কাঁচিকাঁটা, ১৭। আলহাজ প্রামানিক(৩০), পিতা-মোঃ কছিমুদ্দিন প্রামানিক, সাং-মশিন্দা পশ্চিম চরপাড়া, ১৮। মোঃ আনিসুর রহমান(৪৫), পিতা-মৃত নূহ মোহাম্মাদ, সাং-কাঁচিকাঁটা তালুকদারপাড়া, ১৯। মোঃ মজনু সরদার(৪৫), পিতা-মৃত নেয়ামত সরদার, সাং-মশিন্দা, সর্ব থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর, ২০। মোঃ মঞ্জিল হোসেন(৩৫), পিতা-মৃত জনাব প্রামানিক, সাং-নলডাঙ্গা, থানা-চাটমোহর, ২১। মোঃ রেজাউল করিম(৪৫), পিতা-মোঃ কাসেদ, ২২। মোঃ ফারুক হোসেন (৩০), পিতা-মোঃ আবুল কালাম, উভয় সাং সেলুনদা, উভয় থানা-সাঁথিয়া, ২৩। মোঃ আনসার প্রমানিক @ আমজাদ(৬০), পিতা-মৃত আলিমুদ্দিন, সাং-খাগড়বাড়ী, ২৪। মোঃ আবুল বাশার বাবু(৫০), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-সাভার, ২৫। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মোঃ আরশেদ মিয়া, সাং-নাছড়াপাড়া, ২৬। মোঃ ওয়াজেদ মিস্ত্রী(৪৬), পিতা-মৃত ইউসুফ বেপারী, সাং-থানাপাড়া, সর্ব থানা-ফরিদপুর, জেলা-পাবনা, ২৭। মোঃ রেজাউল হক(৪২), পিতা-মোঃ আফসার আলী, সাং-বানেশ্বর, ২৮। মোঃ শফিকুল ইসলাম(৩০), পিতা- মোঃ সোবাহান ইসলাম, সাং-ঝলমলিয়া, উভয় থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, ২৯। নয়ন কুমার চক্রবর্তী(৩৫), পিতা-বিষ্ণু কুমার চক্রবর্তী, সাং-ডিহিডঙর, থানা-গাবতলী, জেলা-বগুড়া। গ্রেফতারকৃত জুয়ারিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.