পদ্মা সেতু: ৬০ মিটার পিচ ঢালাই ল্যাব টেস্টে উন্নীত

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা সেতুর সড়কপথের জাজিরা প্রান্তে ৬০ মিটার রাস্তায় পিচ ঢালাই করা হয়েছিল মাসখানেক আগে। পিচ ঢালাই ঠিকমতো হচ্ছে কি না, এর স্থায়িত্ব কেমন হবে, যেসব উপকরণ দেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে। ল্যাব টেস্টে এটি উন্নীত হয়েছে। অর্থাৎ পরীক্ষায় সবকিছুই ভালো পাওয়া গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পিচ ঢালাই করা ওই অংশটুকু আলাদা করে ঘিরে রাখা হয়েছে এবং সেখান দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্ষাকাল শেষে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পদ্মা সেতুতে পিচ ঢালাই।

এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, ল্যাব টেস্টের রিপোর্ট আমরা ইতোমধ্যেই হাতে পেয়েছি। সব কিছুই ভালো এসেছে। সুতরাং আমরা যে ৬০ মিটার পিচ ঢালাই দিয়েছি, সেটুকু ঠিক আছে। এখন বর্ষাকাল চলছে, তাই এখন ঢালাই করা হচ্ছে না। বর্ষা শেষে আগামী অক্টোবর থেকে পিচ ঢালাই শুরু হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.