বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ বিডিসিগ-২০২২

Fellowship Application Is Now Open For The Bangladesh School of Internet Governance (bdSIG) 2022 !!!

0

নিজস্ব প্রতিনিধি : ইন্টারনেট দুনিয়ায় অংশীজনের অংশগ্রহণের মধ্য দিয়ে ২৬-২৮ মে ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিডিসিগ। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজনে তিন দিন ব্যাপী এই স্কুল চলবে সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত (Face to Face)। স্থান-ওয়াই ডব্লিউসিএ মিলনায়তন, ৩/২৩ ইকবাল রোড, মোহাম্মদপুর।

প্রযুক্তি শিল্প এবং ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞরা ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।

সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, টেকনিক্যাল কমিউনিটি, একাডেমিয়া, যুব এবং মিডিয়ার স্টেকহোল্ডারদের যারা ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী তাদের স্কুলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো যাচ্ছে। আমরা আপনাকে ইন্টারনেট গভর্নেন্সের ৬ষ্ঠ বিডিসিগ-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিবন্ধন করতে ভিজিট করুন. http://bdsig.bangladeshigf.org/fellowship-application/

আমরা আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি। এ ব্যাপারে আমরা আপনাদের বিশেষ সহযোগিতা কামনা করছি। https://www.facebook.com/events/354243883299821/

 

Fellowship Application

Fellowship Application Is Now Open For The Bangladesh School of Internet Governance (bdSIG) 2022 !!! ??Bangladesh School of Internet Governance (bdSIG) is announcing that we are going to arrange the school of IG program on 26, 27 & 28 May 2022 in physical (Face to Face) format at YWCA Training Centre, 3/23, Iqbal Road, Mohammadpur, Dhaka 1207. So, we are now receiving the application for the fellowship. Any person from Bangladesh who are interested in the internet & IG-related issues (Ex: Artificial Intelligence, Internet of Things (IoT), Cyber Security, BlockChain, etc.) can attend the school by submitting the application form for the fellowship. http://bdsig.bangladeshigf.org/fellowship-application/ Who Can Apply For The Fellowship: If you are a citizen of Bangladesh aged over 18 years old, then you are welcome to apply for the fellowship program of the 6th Bangladesh School of Internet Governance – bdSIG 2022. We highly encourage the Civil society, Technical Community, Government Sector, Private Sector, Academia, Youth, and Media persons who have a deep interest in Internet Governance, and have in the past contributed or wish to contribute to the IG process, may apply for this program as a bdSIG (Bangladesh School of Internet Governance) Fellow. https://www.facebook.com/events/354243883299821/

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.