বিশ্ব তথ্য সমাজ সম্মেলন (WSIS+20) পর্যালোচনা: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন প্রধানের জাতিসংঘে ডিজিটাল ন্যায়বিচারের পক্ষে জোরালো অবস্থান
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ৯ জুন ২০২৫ তারিখে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তর (UN DESA) আয়োজিত বিশ্ব তথ্য সমাজ সম্মেলন (WSIS+20) এর ফলাফল পর্যালোচনা সম্পর্কিত একটি আন্তঃক্রিয়ামূলক অংশীজন পরামর্শ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধানত পূর্ব ও দক্ষিণ এশিয়া, ওশেনিয়া ও আমেরিকার অংশীজনদের জন্য অনুষ্ঠিত এই সভায় বজলুর রহমান WSIS এর কর্মপন্থার (Action Lines C1-C11) এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (IGF) বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং WSIS+20 এর ভবিষ্যৎ কাঠামোতে অন্তর্ভুক্তি ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিশ্ব তথ্য সমাজ সম্মেলন এর উদ্দেশ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই দীর্ঘমেয়াদি ও উদীয়মান ডিজিটাল ইস্যুগুলোর কার্যকর সমাধান, স্থানীয়করণ, বার্ষিক বাস্তবায়ন এবং পর্যালোচনার জন্য একটি শক্তিশালী ও স্থায়ী বিশ্ব তথ্য সমাজ সম্মেলন ফোরাম প্রয়োজন।”
তিনি জাতিসংঘের Resident Coordinator (RC) কাঠামোর আওতায় দেশভিত্তিক সমন্বিত WSIS, IGF ও Global Digital Compact (GDC) প্রক্রিয়ার বাস্তবায়নের প্রস্তাব দেন এবং এতে বহুপক্ষীয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।
বক্তব্যের শেষাংশে তিনি WSIS+20 পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে গ্লোবাল ডিজিটাল জাস্টিস ফোরামের “Digital Justice, Now!” আহ্বান এবং Global Partners Digital (GPD), Global Forum for Media Development (GFMD), ও Association for Progressive Communications (APC) এর পাঁচ-দফা কর্মপন্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বশীল বিশ্ব তথ্য সমাজ সম্মেলন কাঠামো নিশ্চিত করতে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান ও কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে AHM বজলুর রহমান আবারও প্রমাণ করলেন যে, ডিজিটাল অন্তর্ভুক্তি, তথ্য-যোগাযোগ প্রযুক্তি ন্যায়বিচার এবং বহুপক্ষীয় অংশীদারিত্বে বাংলাদেশ একটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।