প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে ২০ জানুয়ারী রাঙামাটি জেলার ২৫’শ পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর করবেন

0
মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি)  থেকে : রাঙামাটি জেলার আড়াই হাজার পরিবারকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বিশেষ ঘর নির্মাণ করে দিবে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই রাঙামাটির ৭ উপজেলায় ৭০৬টি ঘর নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন, আগামী ২০শে জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ২৬৮টি ঘর সংশ্লিষ্ট্য দরিদ্র পরিবার গুলোকে বাড়ির চাবি বুঝিয়ে দেওয়া হবে। রোববার রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এই তথ্য জানিয়েছেন।

বেলা সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই সভায় রাঙামাটির নবাগত পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারী প্রতিষ্ঠানসমুহের প্রতিনিধি,সুশীল সমাজ, রাজনৈতিক, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.