নেত্রকোণা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0

মেহেদী হাসান আকন্দ , নেত্রকোণা : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টায় থানার সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন। অনুষ্ঠানে সার্বিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এস এম মহসিন আলম, হেলাল উদ্দিন শেখ, মান্নান খান আরজু, চিত্তরঞ্জন সরকার, চল্লিশা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, কালিয়ারা গাবরাগাতি ইউপি চেয়ারম্যান আলী আজগর খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীম আরা খানম শিল্পী, ওসি (তদন্ত) মো. সোহেল রানাসহ সদর উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, বর্তমান সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। নেত্রকোণায় মাদক ও জুয়া খেলার সাথে যেই জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় জনসাধারণকে নিয়মিত মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.