নকলায় বোরোর বাম্পার ফলন, চাষীরা ধান দিচ্ছেন গুদামে

0

নকলা প্রতিনিধি:নকলা উপজেলার সকল জায়গায় বাম্পার ফলন হয়েছে । এবার নকলা উপজেলায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ১৩হাজার ৪২০ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এতে উৎপাদিত হয় ৯৩ হাজার ৪৯৩টন ধান । সরকার নির্ধারণ করে ১০৮০ টাকা মন ধরে ১৯৪২টন ধান ক্রয় করবে সে অনুযায়ী ৬৭০জন কৃষক প্রাথমিক তালিকা করেন কৃষি বিভাগ । উপজেলায় আরো চাষী ধান দিতে পারবে বলে জানালেন, উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস । এবার তাপমাত্রা বৃদ্দির ফলে বোরোর ফলন বেশি হয়েছে । চাষীরা তাই রঙিন স্বপ্ন নিয়ে ধান কাটা উৎসব শুরু করেছেন রোদ্রে শুকাচ্ছে মাড়াই ঝাড়াই করছে কেও আবার বস্তা বন্দি করে নিয়ে যাচ্ছে সরকারের গুদামে বিক্রির জন্য এদিকে উপজেলা ছাত্রলীগ,যুবলীগ আওয়ামীলীগ ,কৃষকলীগ সবাই মিলে শ্রমিক সংকটে পড়া কৃষকদেরে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন । উৎপাদন বেশি হওয়ায় নারী পুরুষ ,কৃষক, কৃষাণীরা করোনার মধ্যেও আনন্দে উসচ্ছলিত হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.