আনোয়ারায় ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ডিজে সাউণ্ড জব্দ অর্থদন্ড

0

আনোয়ারা, প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকী মুখী পর্যটক টেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা সহ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ১ টি ট্রাক হতে ডিজে সাউন্ড কন্ট্রোলার জব্দ করা হয়েছে।

শনিবার (২২-মে) দুপুর আরাইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত  উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে সিইউএপএল বাজারে  এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পারকী বীচ গামী সমস্ত যানবাহন কে ফেরত পাঠানো হয়।

অভিযানের বিষয়ে উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন,এই করোনা পরিস্থিতিতে লগডাউন উপেক্ষা করে পর্যটকরা পারকী সমূদ্রে ভীড় জমাচ্ছে।  এর আগে ঈদের পর থেকে প্রায় প্রতিদিন পার্কি বীচে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু আজ পর্যটকদের পথ আটকাতে সিইউএফএল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ৮টি মামলায় ১৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয় এবং নেচে নেচে ডিজে সাউণ্ড নিয়ে পারকী যাওয়াই এক পিকআপ থেকে থেকে ডিজে সাউণ্ড কন্ট্রোলার জব্দ করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.