কাপ্তাইয়ে এক সপ্তাহের ব্যাবধানে দুটি গাড়ি আগুনে ভস্মিভূত

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি যাত্রী ছাউনি সংলগ্ন কাপ্তাই -চট্টগ্রাম প্রধান সড়কের পাশে দীর্ঘ দিন পার্কিংয়ে থাকা ঢাকা মেট্রো-(ক সিরিয়ালে ৩ /২৫১০) নাম্বারের একটি প্রাইভেটকারে আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হওয়ার সংবাদ পাওয়া গেছে। গঠনাটি ঘটেছে বুধবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক তিনটার সময় বড়ইছড়ি এলাকায়। অগ্নি কান্ডের খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিবাতে সক্ষম হয়। তবে অগ্নি কান্ডের সুত্রপাত এখনো কোন পক্ষ থেকে তথা নিশ্চিত করেননি। এ বিষয়ে ২৭ মে গাড়ির মালিক নাজমুল হাসান দিপু জানান, গভীর রাতে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন গাড়ির বেশির ভাগ অংশই আগুনে পুড়ে গেছে।

কিভাবে আগুন লাগতে পারে সে বিষয়ে জানতে চাইলে তিনিও এ বিষয়ে নিশ্চিত নয় বলে জানান। এদিকে আগুন লাগার ঘটনায় কোন হতাহত না হলেও গাড়ির মালিকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন । এছাড়াও গেল সপ্তাহ পুর্বে ২০ মে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আব্দুর রউফ নামের পিডিবি’র এক নিরাপত্তা কর্মীর ব্যবহৃত একটি মটোরযানে রাতের অন্ধকারে আগুনে পুড়ে বিকল হয়ে যায় গাড়িটি।তার দাবি মোটরসাইকেলটি কারো দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাপ্তাই পিডিবি প্রজেক্ট এলাকায় তদন্ত চলছে বলে জানান আব্দুর রফ। তবে দুইটি গাড়ির অগ্নিকান্ডের ব্যাপারে কাপ্তাই থানায় কোন পক্ষই অভিযোগ না করায় থানায় কোন মামলা হয়নি বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ নাসির উদ্দীন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.