চরবাসীদের যোগাযোগের ব্যবস্থা করে দিলেন চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি

0

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা উপজেলার চরমধুয়া গ্রামটির অর্ধঅংশ ছিল একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন সেই গ্রাম দিয়ে দুধেরামের চর , কাদিয়ার চর এবং রেহাইচর এই গ্রামগুলোর প্রায় ৩ হাজার লোক প্রতিদিন যাত্রায়াত করার পথ ছিল একটিই চরমধুয়া নামাপাড়া সড়ক যা বিগত বন্যায় সমপুন্ন রুপে ব্রীজ সহ ভেঙ্গে আধা কিলোমিটার ফাকা হয়ে যায়। সমতল ভূমিতে এবং খালে পরিনত হয় । বর্তমানে এলাকার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি সাড়ে ৪ লাখ টাকা ব্যায় করে বাঁধ নির্মাণ করে তিন গ্রামবাসীর দৃষ্টিতে একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি ফুটিয়ে তুলেছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.