রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী : ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট ইউনিট কার্য নির্বাহী কমিটির আয়োজনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের সভাপতি ক্যশৈহ্লা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এসময় আরো উপস্থিত ছিলেন  এনডিসি, এফ ডব্লিউ সি, পিএস সি, ৬৯ পদাতিক ব্রিগেডিয়ান জেনারেল মো, জিয়াউল হক, ৬৯ পদাতিক ব্রিগেডের (জি এস ও -২ ) মেজর এরশাদ উল্লাহ ।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ডা.অংচালু, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ সহ সর্বসাধারণ ও সরকারী বেসরকারী কর্মকর্তা সহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ অনেক ।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল বলেন: রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে । তাই তাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে রেডক্রিসেন্টের সকল সদস্যদের প্রতি । পরিশেষে সকলকে রেড ক্রিসেন্ট সোসাইটির মত দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.