অসহায় ও সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলো বাংলাদেশ সেনাবাহিনী

0

দিনাজপুর থেকে আসাদুল্লাহ আল গালিব : সারা বাংলাদেশের ১৪ দিনের কঠোর লকডাউনে করোনা মোকাবেলায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় কর্মহীন অসহায় ও সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিবিশনের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বুধবার (২৮ জুলাই) চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, সাবন ও খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে। ১৬ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান এবং মেজর আব্দুল আল ইমরান এসময় উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। লকডাউন চলাকালীন জেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর এই ত্রাণ সহায়তা কার্যক্রম কর্মহীন মানুষদের মাঝে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.