পাবনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩১

0
পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর থেকে রবিবার (২২ আগষ্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৪৮ জন রোগী ভর্তি রয়েছে। একদিনে হাসপাতালে করোনা  উপসর্গে মারা গেছেন ২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন।
উপসর্গে মৃতরা হলেন- আতাইকুলার জাবের আলীর ছেলে ইন্তাজ আলী (৫০), ফরিদপুরের মঙ্গলগ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে আমীর আলী (৭৮)। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ঈশ্বরদীর ১ জন ও উপসর্গে বেড়ার ১ জন  মারা গেছেন।
পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ২১৮ জনের নমুনায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার  ১৪ দশমিক ২২ শতাংশ। ১ লক্ষ ৪৮ হাজার ৮৪ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার  ৯১৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ৪০ জন। সুস্থ্য হয়েছেন ১০ হাজার ২শ জন। প্রায় ১৪ শতাধীক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৮ দশমিক  ০৫ শতাংশ। সুস্থ্যতার হার ৮৫ দশমিক ১০ শতাংশ।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর জানান, করোনায় মৃত্যু ও সংক্রমণ অনেকাংশে কমে আসছে এ জেলাতে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.