দেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দান কার্যক্রম শুরু

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি  : করোনা ভাইরাস প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু করছে বাংলাদেশ সরকার। আজ রবিবার (৭ নভেম্বর) দেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত টিকার এই বিশেষ কার্যক্রম চলবে।

সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষ এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ রবিবার সকাল থেকে টিকা কার্যক্রম চলছে এবং আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার ভাইরাস টিকার সাধারণ কেন্দ্রগুলোতেও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

জানাগেছে,দেশের প্রায় ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচি চলবে। এ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে ৬৫ লাখের বেশি মানুষ। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.