আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভেড়ামারা চ্যাম্পিয়ন

0

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১৪ তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে হরিপুর খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেড়ামারা টাইব্রেকারে ৫-৪ গোলে নাটোরের ভান্ডারদহ ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। টূর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন ভেড়ামারা ফুটবল দলের ফিকরু।

নির্ধারিত সময়ের খেলা আক্রমণ পাল্টা আক্রমনে জমজমাট হয়ে উঠে। দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দুই গোলই পরিশোধ করতে সক্ষম হয় নাটোরের ভান্ডারদহ। তবে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: মোজাম্মেল হক রওশন, পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী, মথুরারপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম, নিমাইচড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান মুক্তি, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মতীন প্রমুখ।

জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার ৮টি দল। বসুন্ধরা গ্রুপ, অরবিটল লিংক শিক্ষা পরিবার ও আদি সাহা ট্রেডিং অ্যান্ড কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মকবুল হোসেন।

উল্লেখ্য, মরহুম আলী আজগার ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে তারই ছোট ভাই চারবার নির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.