হরিনাকুন্ডুতে বছরের প্রথম দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

তুষার হাবীব (হরিনাকুন্ডু) ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় গত কাল শনিবার বছরের প্রথম দিন বিকালে জোড়াপুকুর গ্রামের বৃদ্ধাশ্রম, গুচ্ছগ্রাম, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, ও অসহায় নারীদের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। ঐদিন বিকালে ৮৭ জন হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদসহ অনন্যরা, হতদরিদ্র অসহায় মানুষ গুলো শীতবস্ত্র হাতে পেয়ে খুশি হয়ে বলেন, প্রতি বছর আমরা শীত নিবারনের জন্য গরম কাপড় (কম্বল) পেয়ে থাকি। এই দেশের সরকার আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের প্রতিনিধির কথা হয় শারীরিক প্রতিবন্ধী মোঃ বোরাহান উদ্দিনের সাথে তিনি বলেন, প্রতি বছর শীতের সময় সরকার থেকে আমাদের জন্য শীতের পোষাক দিয়ে থাকে যা দিয়ে আমাদের শীতের সময় পার হয়ে যায় ইনশাল্লাহ। তিনি আরও বলেন, এই সরকার আমাদের প্রতিবন্ধী ভাতার কার্ড, বয়স্ক মানুষের বয়স্ক ভাতার কার্ড, বিধবাদের বিধবা ভাতার কার্ড দিয়েছে। এই সরকার গরিবের সরকার।

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের সময় নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, এই শীতের মৌসুমে যাতে কেউ কষ্ট না পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তাই আমরা সরকারের প্রতিটি অনুদান জনগণের দ্বার গোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছি । এই শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু পৌর মেয়র মোঃ ফারুক আহম্মেদ সহ অনেকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.