হরিনাকুণ্ডুতে আশ্রয়হীনদের স্বপ্ন নগর পরিদর্শন করলেন একে এম ফজলুর রহমান

0

তুষার হাবীব (হরিণাকুণ্ডু) ঝিনাইদহ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন-ভূমিহীনদের জন্য নির্মিত আর্শিনগর (আশ্রয়ণ-২ প্রকল্প) ঘর পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক একে এম ফজলুর রহমান। শনিবার(২৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার আর্শিনগর সহ কয়েকটি স্থানে গৃহহীন পরিবারের পূনর্বাসন বা স্বপ্ন নগরী পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, হরিনাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহামেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল হান্নান শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, হরিনাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এইচ মাহাবুব মিলু, সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামসহ প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ দপ্তর প্রধানগন। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩ নং তাহেরহুদা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক একে এম ফজলুর রহমান নির্মান কাজের গুনগত মান ও খাস জমি নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষে সরকার নিরলস কাজ করে যাচ্ছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.