সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২৩ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ

0

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৩ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল নামক স্থানে অভিযান চালিয়ে উক্ত রূপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী কেড়াগাছি গ্রামের মজুমদার খাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে অবৈধ পথে ভারত থেকে আনা ২৩ কেজি রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত রূপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা। তিনি আরো জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের এবং জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.