ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন

0

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার সকালে সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব দত্ত, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, সংবাদিক সেলিম রেজা মুকুল, ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, মহিদার রহমান, আকরামুল ইসলাম প্রমুখ।

একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের পরিশদ। রোববার দুপুরে শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ,এ্যাড. আবুল কালাম আযাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,পুলিশ আইনমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন করে মামলা দেওয়ার আগেই পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে আটক করেছে। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।

বক্তারা সাংবাদিক জহুরুল হকের নি:শর্ত মুক্তি দাবি করেন। প্রসঙ্গত,সম্প্রতি তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবিরের বদলীর খবর শুনে পাটকেলঘাটায় মিষ্টি বিতরণ হয়। এ খবর ফেসবুকে লেখা-লেখি করায় পাটকেলঘাটার স্থানীয় আওয়ামী লীগের কর্মী আব্দুর রহমানকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক জহুরুল হক পাটকেলঘাটা থানায় যান। এসময় জহুরুল হকের ফেসবুকে আব্দুর রহমানের পোস্ট শেয়ার করার অভিযোগে তাকেও আটক করা হয়। পরের দিন আব্দুর রহমান,জহুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান। বক্তারা এ সময় আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হককে থানায় ডেকে এনে হয়রানিমূলক মামলঅ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দিতে হবে অন্যথঅয় কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

উল্লেখ্য ঃ সাংবাদিকদের কর্মরত অবস্থায় সাতক্ষীরার তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির বিভিন্ন সময়ে তাদের হেনস্তা এবং মানষিক নিপীড়ন করেছেন। সম্প্রতি তিনি বদলী হওয়ায় পাটকেলঘাটা এলাকার স্থানীয় লোকজন মিষ্টি বিতরন করেন। এই মিষ্টি বিতরনের ছবি জনৈক আব্দুর রহমান নামের এক ব্যক্তি তার ফেসবুকে প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর সংবাদিক জহুরুল হক বিষয়টি জানার জন্য থানায় গেলে ওই অতিরিক্ত পুলিশ সুপারের ইন্ধনে তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি সাতক্ষীরার সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.