কবি- ম.ম.রবি ডাকুয়ার একুশে ফেব্রুয়ারীর কবিতা

0

কবি- ম.ম.রবি ডাকুয়ার একুশে ফেব্রুয়ারীর কবিতা

আরো অঞ্জলি চায়

ম.ম.রবি ডাকুয়া

এখনো নির্জনে অক্ষরের বাস

যেখানে সব ভাষার চাষ।

আজ আমার প্রথম জন্মদিন একুশে ফেব্রুয়ারী,

তার পর ২৬ শে মার্চ,

এর পর ১৬ই ডিসেম্বর ,

এভাবে আমি পরপর জন্মাই,

প্রথম কান্নার সুরে ফুটেছিল মুখের ভাষা,

তারপর স্বাধীন জন্মভূমির জিজ্ঞাসা।

এবার আমার সুখের ভাষা,

আমি জন্মাই দেশমাতৃগর্ভে,

তার জঠরে কঠোর ভুখা জরায়ুতে,

লক্ষ-কোটি-হাজার-শতায়ুতে।

এভাবে আজন্মকাল জন্মাই চিরকাল,

সজ্জিত বাগানে আজ ফুল সব লজ্জিত,

সব জলাঞ্জলী দিতে চায় যত বঞ্চিত।

শহীদ আত্নারা নিশ্চুপ কানপেতে,

রক্তে বুকের বৃত্ত এখনো মধ্যবৃত্ত,

ভালবাসা আর দেশপ্রেম অর্ধবৃত্ত।

নগ্ন পায় ভেতরের নগ্নতা চাটি মেরে

পরিপাটি করে দিতে হবে।

নিজেদের হৃদয়ের ফুল শহীদ চরণে দিতে দিতে

আজ শূন্য প্রায়,

দেশ মাতা যেন আরো অঞ্জলি চায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.