ঈদে পার্বত্য রাঙামাটি জেলায় ঘর পাচ্ছে আরো ২০৬পরিবার প্রেস ব্রিফিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক

0

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : রাঙামাটিতে তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় পার্বত্য রাঙামাটি জেলায় ২০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন জমিসহ স্বপ্নের ঘর। রবিবার (২৪ এপ্রিল) বিকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসক জানান, ‘৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাঙামাটির ৫টি উপজেলায় ২০৬টি ঘর হস্তান্তর করা হবে।’

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান, ‘২০৬টি ঘরের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টিসহ মোট ২০৬টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।’

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার (গনমাধ্যম) কর্মীগণ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.