সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : “বিনা খরচে নিন আইনি সহায়তা,শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত চত্বর প্রাঙ্গন থেকে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি সংলগ্ন শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

পরে জেলা জজ আদালত চত্বর প্রাঙ্গন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নবাগত জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জি আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রেজা রসিদ, জজ কোটের পিপি অ্যাড. আব্দুল লতিফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.