পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জলি, সম্পাদক রেখা

0

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাফিয়া খাতুন বলেছেন, বাংলাদেশের প্রত্যেক জায়গায় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারীরাও যেন আগামীতে দেশের গন্ডি পেড়িয়ে দেশের বাহিরেও নেতৃত্ব দিতে পারেন সে লক্ষ্যে নারীদের সকল অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকটা নারী যেন সন্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক জেলা মহিলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে নাদিরা ইয়াসমিন জলি (এমপি) ও সাধারন সম্পাদক হিসেবে শামসুন্নাহার রেখার নাম ঘোষণা করা হয় । পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেয়া হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.