সুষ্ঠ নির্বাচনের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাপ্তাইয়ে সহকারি রিটার্নিং অফিসারের বৈঠক

0

মাহফুজ আলম : আগমী কাল ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিসারের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মাঠে কাজ করছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মহিউদ্দিন এসব কথা বলেন।

তিনি আরো বলেন কাপ্তাই উপজেলার মোট ২২টি কেন্দ্রের মধ্যে প্রিজাইডিং অফিসার ২৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৩১ জন, ভোটারদের সহযোগিতায় থাকবেন ২৬২ জন পোলিং অফিসারসহ ২২ টি কেন্দ্রে নিয়োজিত সকলেই বিকেল সাড়ে তিনটায় নিরাপদে পৌঁছেছেন। কাপ্তাই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দায়িত্ব পালনে থাকছেন দুইটা মোবাইল টিম, দুইটি স্টাইকিং টিম,বাংলাদেশ সেনাবাহিনীর ৪ টিমসহ চন্দ্রঘোনা দুইটি মোবাইল টিম,দুইটি স্টাইকিং টিম, বিজিবি’র দুটি মোবাইল টিম ও দুটি স্টাইকিং টিম কাজ করবে, সহকারী রিটার্নিং অফিসারসহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা মাঠে কাজ করছেন।

মতবিনিময় সভায় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর খায়রুল আমিন (পিএসসি), কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কাপ্তাই নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিতি ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.