চাটমোহরে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এমপাওয়ারহার প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি:বেসরকারী উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এমপাওয়ারহার প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়িত এলাকা পাবনা জেলার চাটমোহর উপজেলা পর্যাযে উক্ত প্রজেক্টের অবহিতকরণ কর্মশালা ডায়মন্ড অডিটোরিয়ামে ২০ মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি প্রধান নির্বাহী জনাব আব্দুর রব মন্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, সহ বিভিন্ন মহলের সচেতনতা নাগরিক বৃন্দ। সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রতিনিধি প্রজেক্ট অফিসার মোঃ মনির হোসেন প্রজেক্টের সার্বিক ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী।
সভায় প্রজেক্টর লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথিসহ উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং কর্মসূচি গুলো যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।