বিভ্রম মনস্তত্ব/ কাজী আতীক

0

বিভ্রম মনস্তত্ব/
কাজী আতীক।

সুতোহীন সুচ, তুমি সেলাই করছো, বিভ্রম পরিধেয়,
পাতাহীন গাছ, তুমি যার ছায়ায় বসে আছো,
ভেবেছো কি? ঝড় বৃষ্টি রোদ তুমি কি দিয়ে ঠেকাবে?

যেমন শিকড়হীন কাণ্ড,
ডাল পাতায় তুমি কি সবুজ সংশ্লেষণ আশা করতে পারো?

যদি ঘন অরণ্য পথ, দৃষ্টি বিভ্রম তোমার
তুমি দেখছো গ্রাম্য সড়ক,
ভেবেছো কি? কি হবে উপায়?
যদি হামলে পড়ে বাঘ কিংবা সিংহ।

একদিকে আগুন নিয়ে খেলছে মিরজাফরের সহচর
শিরা কাঁটা জারজ আর ঘৃনিত আগুনবাজ।
অন্যদিকে এই যে পক্ষ পক্ষ বিভ্রম, সব পুড়ে হবে ছারখার।

যদিও অবিকল নয়, তবে প্রবাদ বাক্যটি কাছাকাছি নিম্নরূপ-
যদি ছাগলেই হালচাষ হবে ষাঁড় মহিষ কি বিক্রি হতো হাটে?

(নিউ ইয়র্ক, ২৩ মে ‘২০২৫)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.