বান্দরবানে লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, বিবাহ নিবন্ধনের গুরুত্ব এবং প্রথাগত পদ্ধতিতে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে রবিবার অনন্য কল্যাণ সংগঠনের হল রূম ভাঙ্গনে এ সভার আয়োজন করে অনন্য কল্যাণ সংগঠন (AKS)। অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
অনন্য কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনায় প্রু নেলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনিহ্লা হেডম্যান, সাধারণ সম্পাদক কারবারি কল্যাণ পরিষদ এবং একটিভিস্ট ফোরামের সভাপতি পাইংম্রাউ মারমা।
আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সমাজব্যবস্থায় এখনও প্রথাগত নিয়মকানুনের প্রভাব ব্যাপক। এসব প্রথায় নারীরা অনেকাংশেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা এখনো একটি বড় চ্যালেঞ্জ। তাই সামাজিক ও প্রথাগত নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সভায় আরও আলোচনা হয়, প্রথাগত নেতৃবৃন্দের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিবাহ নিবন্ধনের বাধ্যবাধকতা, এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নারীর ক্ষমতায়ন এবং সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।