মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাছ উধাও

0

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর : কোন রকম নিয়মের তোয়াক্কা না করেই অফিস চত্ত্বরের গাছ কেটে উধাও করেছেন মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গাছ কাটতে যেমন নিয়ম মানেননি তেমনি অফিস সীমানায় কোন প্রমান লোপাটের জন্য চেষ্টাও করেছেন। গাছ কেটে গাছের গুড়ি ঢেকে রেখেছিলেন ইটসুরকি দিয়ে। তবে কয়টি গাছ কেটেছেন তা বলেননি তিনি। তবে নিয়ম না মেনেই গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। স্থানীয়দের অভিযোগে জানাগেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভিতরে নতুন ভবন তৈরি হচ্ছে। এই ভবনের কাজ শুরু করার সীমানা প্রাচীরের ভিতরের সেগুন, আম ও ইপিলিপিল গাছ গুলো কোন নিয়ম ছাড়াই কেটে সরিয়ে দিচ্ছেন নির্বাহী প্রকৌশলী। সামাজিক বন বিভাগ মেহেরপুরের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, সরকারী, বে-সরকারী, স্বায়িত্ব শাসিত কোন প্রতিষ্ঠানই জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সিদ্ধান্তের বাহিরে কোন প্রকার মরা, ঝুকিপূর্ণ ও ভবন নির্মানের জন্য গাছ কাটতে পারবে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলীর কাছে গাছ কাটার অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যাস্ততা দেখিয়ে। উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কথা বলার জন্য বলে অফিস ত্যাগ করেন। উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, গাছ কাটা হয়েছে সেটা সত্য। যেহেতু নতুন ভবন হচ্ছে তাই গাছ কাটা হয়েছে। তবে সরকারী নিয়ম মেনে গাছ কাটা হয়নি বলে স্বীকার করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.