মদনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সচেতনতামূলক র‌্যালি

0

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা মদন উপজেলায় ১৯শে জানুয়ারী বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এর সহায়তায় হাওর অঞ্চল ও চর উন্নয়ন ইনস্টিটিউট (এইচসিডিআই) এর উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম আসাদুজ্জামান সরকার, ড. এমএ জুলফিকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, এফএও এর প্রতিনিধি বাবুল হোসেন সরকার, স্থানীয় সেরা এনজিও উপজেলা কো-অর্ডিনেটর ফারুক মিয়া ও সহকারি প্রোগ্রামার আঁখি ইসলাম। বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা চত্বরে বক্তারা খাদ্য নিরাপত্তাসহ কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলের ধরার জন্য আহ্বান করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.