সিরাজগঞ্জের শাহজাদপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযানঃ ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড তিন অপরাধীর

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযানঃ ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড তিন অপরাধীর। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী,২০২১) দিনব্যাপী সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকায় কয়েকটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অপারেশন টিম। ১। বিভিন্ন অনিয়মের অভিযোগে মোঃ হাবিবুর রহমান (২২), পিতা-আব্দুল কুদ্দুস শেখ, সাং-ছোট বায়রা,থানা-শাহজাদপুর,সেলস্ ম্যানেজার(মেসার্স ট্যাংকলরী ফিলিং স্টেশন) কে ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

২। নকল চিজ উতপাদন ও বিক্রয়ের অভিযোগে  শ্রী লিটন কুমার ঘোষ(৩১),পিতা-শ্রী পরশ চন্দ্র ঘোষ,সাং-পোরজনা,থানা-শাহজাদপুর কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

৩। নকল ঘি উতপাদন ও বিক্রয়ের অভিযোগে মোঃ এমদাদুল হক নওশাদ(৫৪),পিতা- হাজী মোহাম্মদ হযরত আলী,সাং-টানিটিয়া,থানা-শাহজাদপুর,(মেসার্স নোভা এন্টার প্রাইজ) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের সহযোগিতায় সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন(ক-অঞ্চল,সিরাজগঞ্জ) ও উপল কুমার,পরিদর্শক (মেট্রোলজী) বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এবং মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ ,সহকারী পুলিশ সুপার(র‌্যাব-১২) এর  উপস্থিতিতে উপরোক্ত অনিয়মের দায়ে ০৩ টি প্রতিষ্টানকে ১,৩৫,০০০/- টাকা জরিমানার আদেশ দেন। অসাধু ব্যবসায়ী/ভেজাল খাদ্য এর বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.