নেত্রকোণা সরকারি শিশু পরিবারে মোমবাতি প্রজ্জ্বলিত র‌্যালী অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণা সরকারি শিশু পরিবারে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলিত র‌্যালী অনুষ্ঠিত। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে। ভয়াল কালো রাত্রিতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বর্বর গণহত্যার শিকার শহীদদের স্মরণে নেত্রকোণা সরকারি শিশু পরিবারে মোমবাতি প্রজ্জ্বলিত র‌্যালী অনুষ্ঠিত হয়। নেত্রকোণা সরকারি শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক তারেক হোসেন ও শিশু পরিবারের সকল নিবাসী মোমবাতি প্রজ্জ্বলিত র‌্যালীতে অংশ নেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.