ধুধু বালুরচর মৃগী নদীর পাড়ে ফলেছে সোনালী ফসল
নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়ন দু’টি কে সবজি ভান্ডার ইউনিয়ন হিসাবে ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ । এই দু’ইউনিয়নে সূর্যমুখী , ড্রাগন , মালটাসহ উৎপাদিত হচ্ছে অর্ধ শতাধিক সবজি ফলমূল । এক সময় যেখানে ইতিহাস প্রসিদ্ধ বক্ষপুত্র নদ ও মৃগী নদী ভেঙ্গে নিয়ে যেতো বাড়ি ঘর কালের পরিবর্তনে হয়েছে এখন পতিত জমি আর সেখানে চরের চাষীরা রিতিমত চাষ করছেন নানা জাতের সবজি । চাষী সাজু সাঈদ সিদ্দিকি জানান, এই দুইটি ইউনিয়নে প্রায় ৫০ কোটি টাকার সবজি ও কৃষি ফসল উৎপাদন হবে । এতে করে চরের চাষীরা দিনে দিনে ফসল উৎপাদন করে লাভের স্বপ্ন দেখছেন। চাষীদের ছেলে মেয়েরা লেখাপড়ার খরচসহ স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন, উৎপাদিত কৃষিপণ্যের আয় থেকে।