আজ গানের পাখি সুলতানা ইয়াসমিন লায়লার জন্মদিন

0

এদেশের নতুন প্রজন্মের তরুণ শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা’ এই তরুণ কন্ঠশিল্পী, ১৯৯৪ সালের ২৪ আগষ্ট বনলতা সেনের শহর নাটরে জন্মগ্রহণ করেন। আজ এই জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা’র জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধুমহল ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লায়লা । বাংলাদেশের সংগীতাঙ্গনে এ সময়ের জনপ্রিয় তারকাদের একজন গানের পাখি লায়লা। দেশে এবং দেশের বাইরে রয়েছে তাঁর গানের অগণিত ভক্ত শ্রোতা। সংগীত সাধনা, মেধা ও শ্রমের ফসল তার আজকের এই সাফল্য। লায়লা মানেই শ্রোতা-দর্শকের মধ্যে এক নতুন উন্মাদনা। শ্রোতা-দর্শকের রুচির কথা বিবেচনা করে ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত লায়লা চেষ্টা করে যাচ্ছেন তাঁর অগনিত শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দেবার।

গানের পাখি লায়লা’র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে : ★আমার বাড়ী আসতে যদি কষ্ট পাও রাঙ্গা পায়। ★এই মিনতি আল্লাহ্ গো তোমার দরবারে। ★তোর আদরে আমি আদরিনি। ★আমার বন্ধুর মন ভালানা। ★চান্দে ও চান্দে গো। ★নয়া বাড়ী। ★বন্ধু আমায় ভুইলা গেছে। ★পাগল। ★নাকফুল। ★সখিগো আমার মন ভালোনা, সহ অসংখ্য জনপ্রিয় গান। সুলতানা ইয়াসমিন লায়লা বাংলাদেশী এবং বাংলা ভাষার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিযোগিতা মূলক সঙ্গীতবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান “তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২” তে বিচারকদের দেওয়া নম্বর ও দর্শক শ্রোতার মোবাইল SMS ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীর মুকুট অর্জন করেন। বিডি ২৪ ভিউ এর পক্ষ থেকে গানের পাখি ‘সুলতানা ইয়াসমিন লায়লা’র জন্মদিনে রইলো জন্মদিনের অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন।

—- জাহিদ হাসান নিশান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.