আজ সেই মহান ঐতিহাসিক ১০ই জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস । কাজী আতীক। নিউ ইয়র্ক

0

আজ সেই মহান ঐতিহাসিক ১০ই জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা পূর্ণতা পাওয়া এবং অর্থবহ হওয়ার দিন।

৭১এর ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় অর্জিত হলেও নিদারুণ এক অপূর্ণতা থেকে গিয়েছিলো। একটা বেদনা, একটা অতৃপ্তি কুরে কুরে খাচ্ছিলো আমাদের সমস্ত অস্থি মজ্জা, চিন্তা চেতনা। আমাদের বোধ, আমাদের মনন ঠিক যেনো সায় দিতে পারছিলোনা ন’মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের এই বিজয়ের আনন্দেও। কেনোনা আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় কিভাবে পরিপূর্ণ হতে পারে যিনি এর রুপকার সেই বঙ্গবন্ধুর অনুপস্থিতে। আসলে বাংলা, বাঙ্গালী আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় এবং বঙ্গবন্ধু আক্ষরিক অর্থেই এক ও অভিন্ন মাত্রায় একেবারেই এক সমার্থক বোধ। তাই ৭২এর ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যেদিন স্বাধীন দেশের মাটিতে প্রথমবারের মতো পা রাখলেন বঙ্গবন্ধু, প্রকৃত অর্থে সেদিনই আমাদের বিজয় আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করলো।

জাতি হিসেবে আমরা বাঙ্গালীরা মানুষ হয়ে উঠতে না পারা- কবিগুরুর সেই আক্ষেপের জায়গাটা মুছে দিয়ে যিনি প্রথম মানুষ হয়ে আমাদের মানুষ হওয়ার মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। নিজের জীবনকে বাজি রেখে পায়ের নিচে এক খণ্ড নিজস্ব ভূমি আর মাথার উপর এক খণ্ড নিজস্ব আকাশকে দখলমুক্ত করে বিশ্বসমাজে আমাদের অস্তিত্বের জানান দিয়ে আমরা বাঙ্গালীদের পাইয়ে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্রের সম্মান।

আজ এই দিনে জনক, বঙ্গবন্ধু তোমাকে অভিবাদন। তোমাকে সালাম।

কাজী আতীক,
নিউ ইয়র্ক, ১০ জানুয়ারি ২০২১

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.